কার্যচিত্র
বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা: মো সিরাজুল হক
বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা: মো সিরাজুল হক। ১৯৭০ সালে রাজশাহী মেডিকেল কলেজের ভিপি ও সিটি ছাত্রলীগের সভাপতি ছিলেন। স্বাধীনতা চিকিৎসক পরিষদের ফাউন্ডার মেম্বার ও প্রথম ট্রেজারার তিনি। দেড় মাসের বিএলএফ ট্রেনিং নিয়ে একাত্তরে রিজোনাল কমান্ডার হিসেবে দায়িত্ব পালনসহ মুক্তিযুদ্ধ করেছেন কাপাসিয়া, কালিগঞ্জ প্রভৃতি এলাকায়। তাঁর কাছে থাকা মুক্তিযুদ্ধকালীন বিএলএফ-এর অধিনায়ক শেখ ফজলুল হক মনির লিখিত নানা নির্দেশনা আর চিঠিগুলো মুক্তিযুদ্ধের অকাট্য দলিল। ১৬ আগস্ট ২০১৯ তারিখ সন্ধ্যায় যুদ্ধদিনের নানা বিষয় নিয়ে এই বীরের মুখোমুখি হয়েছিলাম। আলাপে কেটে যায় ঘন্টা চারেক। এমন যোদ্ধারা ছিল বলেই মাত্র নয় মাসে আমরা স্বাধীনতা লাভ করেছি। একেকজন মুক্তিযোদ্ধার জীবনের গল্পই মুক্তিযুদ্ধের একেকটি ইতিহাস। সে ইতিহাস তুলে আনা আর প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার মাধ্যমেই প্রতিষ্ঠা পাবে মুক্তিযুদ্ধের চেতনা।
© 2019, https:.