জগদীশ গুপ্ত ও বনফুল ( গল্পকার ও কথাশিল্পী )
জগদীশ গুপ্ত :
জগদীশ গুপ্ত কবি হিসেবে আত্মপ্রকাশ করলেও ছোটগল্পকার হিসেবেই বাংলা সাহিত্যে তিনি স্থায়ী আসন লাভ করেন। তিনি গল্প ও উপন্যাস রচনার ক্ষেত্রে স্বাতন্ত্র ধারা বজায় রাখতে সক্ষম হয়েছিলেন। অনেকেই তাঁকে বাংলা ছোটগল্পের জনক বলে থাকেন। জগদীশ গুপ্ত ১৮৮৬ খ্রীস্টাব্দে ফরিদপুরে জন্মগ্রহণ করেন। তিনি সিটি স্কুল ও রিপন কলেজে শিক্ষা গ্রহণ করেন। তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে টাইপিষ্টের কাজ করতেন। বিনোদিনী, উদয় লিখা, মেঘাবৃত, অশনি প্রভৃতি তাঁর উল্লেখযোগ্য গল্পগ্রন্থ । ’ জগদীস গুপ্তের গল্প : পঙ্গ ও পঙ্গজ’ – নামে একটি গ্রন্থ রচনা করেন ভীষ্মদেব চৌধুরী । জগদীশ গুপ্ত পরলোকগমন করেন ১৯৫৭ খ্রীস্টাব্দে ।
বনফুল ( বলাইচাঁদ মুখোপাধ্যায় ) :
বলাইচাঁদ মুখোপাধ্যায় ‘বনফুল’ নামে পরিচিত। তিনি ১৮৯৯ খ্রীস্টাব্দে বিহারের পূর্ণিয়ায় জন্মগ্রহণ করেন। সাহেবগঞ্জ হাইস্কুলে পড়ার সময় তাঁর প্রথম কবিতা পত্রিকায় প্রকাশিত হয়। কবিতাটির নাম ছিল ‘ মালঞ্চ’ । পরবর্তীতে বিশ্বভারতীতেও কবিতা ছাপা হয়। তিনি হাজারীবাগ সেন্ট কলেজ থেকে আই,এস,সি পাশ করার পর ডাক্তারী পড়তে আসে।
কলকাতা মেডিকেল কলেজে। ১৯৭২ সালে তিনি ডাক্তারী পাশ করেন। তিনি প্যাথলজিষ্ট হিসেবে কাজ করেন প্রায় ৪০ বছর। বলাইচাঁদ মুখোপাধ্যায় বাংলা সাহিত্যের ক্ষুদ্রতম ছোটগল্পের জনক। তাঁর গল্পের ধরন আকস্মিকভাবে শুরু হয়ে আকস্মিকভাবেই শেষ হয়ে যাওয়া । পক্ষীজগত নিয়ে তিনি লিখেছেন ‘ডানা’ উপন্যাসটি। তিনি রবীন্দ্র পুরষ্কার, জগত্তারণী পদক লাভ করেন। এছাড়া তিনি ভাগলপুর ও যাদবপুর বিশ্ববিদ্যায়ল থেকে ডি,লিট উপাধি পান। তাঁর উল্লেখযোগ্য রচনা – স্থাবর, জঙ্গম, মন্ত্রমুগ্ধ, হাটেবাজারে, কিছুকাল, বিন্দুবিসর্গ,দ্বৈরথ, ভীমপলশ্রী, শ্রীমধূসূদন, বিদ্যাসাগর প্রভৃতি। পশ্চাতপট তাঁর আত্মজীবনিমূলক গ্রন্থ। বলাইচাঁদ মুখোপাধ্যায় ১৯৭৯ সালের ৯ ফেব্রুয়ারি পরলোকগমন করেন।
© 2011 – 2018, https:.